সময়সংবাদ ডেস্ক :
বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু ছালেহকে অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ইউপি সদস্যসহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। গত মঙ্গলবার বেলা ১টায় উপজেলার ৪নং ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, চেয়ারম্যান মিজানুর রহমান মিজান বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে ১নং প্যানেল চেয়ারম্যান হিসাবে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম দায়িত্ব পালন করছিলেন। কিন্তু একটি মামলায় ১নং প্যানেল চেয়ারম্যান রেজাউল ইসলাম কারাগারে থাকায় ২নং প্যানেল চেয়ারম্যান ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শফিকুল আলম দায়িত্ব পালন করার কথা। কিন্তু ২নং প্যানেল চেয়ারম্যান মো. শফিকুল আলমকে দায়িত্ব পালন করতে না দিয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান- ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ সচিব মো. রাজিবুল ইসলাম স্থানীয় কিছু বিএনপি নেতাদের ইন্ধনে কোনো ইউপি সদস্যদের মতামত গ্রহণ না করে জোরপূর্বক কয়েকজন ইউপি সদস্যের স্বাক্ষর নেন। এরপর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আবু ছালেহকে বিধিবহির্ভূতভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন। মানববন্ধনে ছাত্রদের পক্ষ থেকে মো. ঈসা বলেন, মো. আবু ছালেহকে যেভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে সেটা সাধারণ ছাত্র-জনতা কোনোভাবেই মেনে নেবে না।
Leave a Reply