সময়সংবাদ ডেস্ক : মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য ও জাতীয়করণের দাবিতে বামনায় মানববন্ধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ১২ টায় বামনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার ২২টি বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।
শিক্ষক নেতারা বলেন, আমরা শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছি। একই সাথে সিলেবাসে শিক্ষার্থী পড়িয়ে বেসরকারি শিক্ষকরা বেতন-ভাতাসহ নানা বৈষম্যের শিকার। ফলে সকল বৈষম্য নিরসনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসহ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পাশাপাশি শিক্ষার সর্ব স্তরে ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করা ও মাদরাসা শিক্ষার স্বকীয়তা বজায় রাখার জোর দাবীসহ বৈষম্য দূরীকরণের জন্য মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। একইসঙ্গে জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষকদের পদায়ন ও বদলি বন্ধ করার আহবান জানান।
মানববন্ধন বক্তব্য রাখেন, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুহাম্মদ ইউনুস আলী, উপাধ্যক্ষ মাও. আবুল কালাম আজাদ, হলতা ডৌয়াতলা সমবায় বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামাল হোসেন তালুকদার, লতাবুনিয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, সিনিয়র শিক্ষক মাও.মো.মাহবুবুর রহমান, লক্ষীপুরা দাখিল মাদ্রাসার সুপার মাও.মো.মফিদুল ইসলাম, খোলপটুয়া মাহমুদিয়া আলীম মাদরাসার প্রভাষক মো.আবু বকর সিদ্দিক, জেসিএল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাও. মো. সিদ্দিকুর রহমানসহ উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান প্রমুখ।
মানববন্ধন শেষে বামনা উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার।
Leave a Reply