সময় সংবাদ ডেস্ক:
জুলাইয়ের ছাত্র-নাগরিক আন্দোলনে শহীদ পরিবারের উপযুক্ত সদস্যকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারে প্রতি আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে কোটা সংস্কার আন্দোলনের শহীদ তাহমিদ ও মাসুদ রানার পরিবারের খোঁজখবর নিতে মিরপুরে জান রিজভী আহমেদ। সান্ত্বনা দেয়ার পাশাপাশি দুটি পরিবারের সদস্যদের আর্থিক সহায়তাও করা হয়। এসময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, দেশের বৃহত্তর স্বার্থে দ্রুত সংস্কার কাজ শেষ করতে হবে। নিশ্চিত করতে হবে গণতন্ত্র। স্বৈরাচার আওয়ামী লীগের পুনরুত্থান হলে পরিস্থিতি আরও জটিল হবে বলে জানান তিনি।
সাংবাদিকদের রুহুল কবির রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিষ্ঠিত ‘আমসরা বিএনপি পরিবার’ সংগঠনের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ছেন তারা। আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থার জোর দাবি জানান রিজভী।
Leave a Reply