শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন

নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টন, পুরনোদের রদবদল

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১০.২৯ পিএম
  • ৬ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা: অন্তর্বতীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আরও তিনজন। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে বঙ্গভবনের দরবার হলে এ শপথ অনুষ্ঠিত হয়।

শপথ নেওয়া নতুন উপদেষ্টারা হলেন– ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও মাহফুজ আলম। তাদের নিয়ে বর্তমানে উপদেষ্টা পরিষদের ২৪ জন সদস্য রয়েছেন।

ইতোমধ্যে নতুন উপদেষ্টাদের দায়িত্ব প্রদান এবং পুরাতন উপদেষ্টাদের দায়িত্ব পুর্নবন্টন করা হয়েছে।

তথ্য মতে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেখ বশির উদ্দিন। মাহফুজ আলমকে কোন দপ্তর দেওয়া হয়নি। তিনি এতদিন প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে ছিলেন।

এছাড়া পুরাতন উপদেষ্টাদের মধ্যে উপদেষ্টা হাসান আরিফকে ভূমি ও বেসরকারী বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ক্রীড়া ও স্থানীয় সরকার মন্ত্রণালয়, এম. সাখাওয়াত হোসেন নৌ পরিবহন ও শ্রম মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

November 2024
T F S S M T W
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

All rights reserved © somoysangbad.net
Theme Download From CreativeNews