নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদে ভারতের আগরতলা বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর করেছে হিন্দুত্ববাদী একটি সংগঠনের সদস্যরা। এ সময় সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকার অবমাননা করে তারা।
সোমবার এ ঘটনার পর আগরতলা সার্কিট হাউসে গান্ধী মূর্তির সামনে এ বিক্ষোভ সমাবেশ করে হামলাকারীরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে ত্রিপুরা পুলিশ এবং টিএসআর।
জানা গেছে, হিন্দুত্ববাদী ঐ সংগঠনের বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাইকমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে। পরে ভবনের সামনে থাকা সাইনবোর্ড ভেঙে আগুন ধরিয়ে দেয়।
সংগঠনের এক নারী সদস্য স্থানীয় গণমাধ্যমকে বলেন, প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার হচ্ছেন। এছাড়া বিনাকারণে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। এরই প্রতিবাদে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে।
Leave a Reply