সময় সংবাদ ডেস্ক :
বিএনপির একার আন্দোলনে স্বৈরাচার পালিয়ে যায়নি বলে মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সব শ্রেণিপেশা ও রাজনৈতিক দলের সহযোগিতায় স্বৈরাচার সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরে রাষ্ট্র সংস্কারে বিএনপির দেওয়া ৩১ দফা সংক্রান্ত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ভার্চ্যুয়ালি তিনি এসব কথা বলেন। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ বিষয়ক এ কর্মশালার আয়োজন করে ফরিদপুর বিভাগীয় (সাংগঠনিক) বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আলোচনার ভিত্তিতে ২৭ দফা ৩১ করা হয়েছে। কিন্তু এই ৩১ দফাই সবকিছু না। যদি এর চেয়ে ভালো প্রস্তাবনা কেউ দেয় অবশ্যই আমরা গ্রহণ করবো। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেলে তখনই আমরা ৩১ দফা বাস্তবায়নের সুযোগ পাবো। প্রান্তিক মানুষের কাছে ৩১ দফা নিয়ে যেতে হবে।
তিনি বলেন, প্রত্যেকটা মানুষকে স্ব স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে। জনগণের আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু আমার এবং আপনাদের। স্বৈরাচারকে পালিয়ে যেতে আমরা যে বাধ্য করেছি এটা বিএনপি একা করেনি। সব শ্রেণিপেশা ও রাজনৈতিক দলের সহযোগিতায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার।
তারেক রহমান বলেন, বিএনপির মতো একটি দল একটি সুষ্ঠু নির্বাচন চাইবে এটি স্বাভাবিক ব্যাপার। ওই পর্যন্ত যেতে হলে সবাইকে ভূমিকা নিতে হবে। এ অবস্থায় দেশে দ্রুত স্থিতিশীল অবস্থা দেখতে চায় বিএনপি।
আওয়ামী লীগ আমলে কোনো স্থানে জবাবদিহি ছিল না জানিয়ে তিনি বলেন, দলটির নেতারাই বলেছেন, হাজার কোটি টাকা তারা পাচার করেছেন। দেশে জবাবদিহি থাকলে অর্থ পাচার সম্ভব ছিল না।
মানুষের চিন্তাধারা পাল্টেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে দেশে একটি জবাবদিহির পরিবেশ তৈরি করতে চাচ্ছি। শুধু কি এমপি-মন্ত্রীরা জবাবদিহি করবে তা নয়, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়েও সবাই জবাবদিহি করবে।
তিনি বলেন, স্বাস্থ্য খাতে আমরা এমন একটা পরিবেশ তৈরি করতে চাই, যেখানে দেশের মানুষ দেশের চিকিৎসকের কাছেই সেবা নিতে পারবে। ঐক্যবদ্ধভাবে দেশের মানুষ যেভাবে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তেমনি জবাবদিহি নিশ্চিত করতে হলেও দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
Leave a Reply