মাসুদ রেজা ফয়সাল : বরগুনার বামনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ বুধবার (২৬ মার্চ) এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছেন, দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।
সকাল ৭ ঘটিকায় বামনা উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার এর নেতৃত্বে, বামনা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ আকন রানা, সালাহ উদ্দিন হাওলাদার ও দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছিলেন এছাড়া উপজেলা জামাতে ইসলামী বাংলাদেশ এর সেক্রেটা রিমোঃ সাইফুল্লাহ মানসুর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ মোঃ মনিরুজ্জামান, বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিকসহ বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান, আসমাতুন্নেসা পাঃ বাঃ বিঃ , বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ এবং ফায়ার সার্ভিস এর জোয়ান ও ,রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন রাজনৈতিক–সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
সকাল ৮-৩০ ঘটিকায় কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন,, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের উপরে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা বক্তব্য রাখেন এসময় সাথে ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃংখলা বাহিনী ফায়ারসার্ভিস জোয়ানদের সমাবেত ও কুচকাওয়াজ।
বামনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ অনুষ্ঠিত
সকাল ১০ ঘটিকায় ক্রিয়া অনুষ্ঠিত হয় ১০.৩০ ঘটিকায় বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযুদ্ধা পরিবারের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১.৪৫ ঘটিকায় হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন বামনা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব ও বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান আকন মানিক।
Leave a Reply