নিউজ ডেস্ক,সময় সংবাদ: অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটি স্কুলে গুলিতে নয়জন নিহত হয়েছে। আজ মঙ্গলবার (১০ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
অস্ট্রিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছেন, তবে সংখ্যাটি নির্দিষ্ট করে বলা হয়নি। কতজন শিক্ষার্থী এবং কতজন শিক্ষক ছিলেন তার বিস্তারিত তথ্য তারা দেয়নি। হামলার ঘটনায় আহতদের সংখ্যা সম্পর্কেও তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
1
তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, এই ঘটনায় কমপক্ষে ৯জন নিহত হয়েছেন। তারা আরও দাবি করেছে যে বন্দুকধারী আত্মহত্যা করেছে। তবে কর্তৃপক্ষ এখনো এটি নিশ্চিত করেনি।
স্থানীয় সংবাদমাধ্যম ক্রোনেন জেইতুং জানিয়েছে, বন্দুক হামলায় নিহত হয়েছে ৯জন।
হোয়াইট হাউসেই ড্রাগ নিতেন মাস্ক? ট্রাম্পের বক্তব্যে তোলপাড়
পুলিশের মুখপাত্র সাবরি ইয়র্গুন বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ১০টায় একটি ফোন পাওয়ার পর ঘটনাস্থলে বিশেষ বাহিনী পাঠানো হয়েছে।’
স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে গ্রাজ পুলিশ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ লিখেছে, স্কুলটি খালি করা হয়েছে এবং শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
Leave a Reply