সময় সংবাদ ডেস্ক: ভারতে হিন্দি ভাষা আধিপত্য নিয়ে চলমান বিতর্কের মধ্যেই বাংলা ভাষাকে ঘিরে নতুন করে রাজনৈতিক ও সামাজিক উত্তাপ ছড়িয়েছে। দিল্লি পুলিশের পক্ষ থেকে বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ করার পর ভারত জুড়ে বাঙালিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলার কারণে পরিযায়ী শ্রমিকদের ‘ভিনদেশি’ বলে চিহ্নিত করে হেনস্তার অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে এবার ভাষা বিতর্কে জড়ালেন বলিউডের অভিনেত্রী কাজল।
সম্প্রতি মুম্বাইয়ে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মা ও অভিনেত্রী তনুজার সঙ্গে হাজির হয়েছিলেন কাজল। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে তিনি শুধু ইংরেজি ও মারাঠি ভাষায় কথা বলছিলেন। এক সাংবাদিক তাঁর বক্তব্য হিন্দিতে অনুবাদ করে বলার অনুরোধ করলে রীতিমতো বিরক্ত হন কাজল। জবাবে বলেন, “এখন আমাকে হিন্দিতে কথা বলতে হবে? যাঁদের বোঝার, তাঁরা এমনিতেই বুঝে নেবেন।” কাজলের এই মন্তব্যের ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় সমালোচনার ঝড়।
বলিউডের অভিনেত্রী কাজল
সামাজিক মাধ্যমে অনেকেই অভিনেত্রীকে ‘হিন্দির প্রতি অকৃতজ্ঞ’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লেখেন, “হিন্দি ভাষাতেই আপনি বলিউডে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন। এখন মারাঠি ভাষা বলে নেতা হওয়ার চেষ্টা করছেন।” আরেকজন মন্তব্য করেন, “হিন্দি বলতে এত লজ্জা হলে বলিউডে আর কাজ না করলেই পারেন।” তবে সকলেই যে কাজলের বিরোধিতা করছেন এমন নয়। অনেক মারাঠি অনুরাগী তাঁর ভাষা নির্বাচনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছেন এবং তাঁর ‘নিজস্ব ভাষাগত অবস্থান’কে স্বাগত জানিয়েছেন।
Leave a Reply