বিনোদন ডেস্ক:
সামাজিক মাধ্যমে দেখা যায় শোবিজ তারকাদের ডিভোর্সের খবর। ডিভোর্স যে শুধু তারকাদের ক্ষেত্রেই হয় না বরং সকল মানুষের ক্ষেত্রেই এটা হয় সে কথাই বললেন কলকাতার জাতীয় পুরস্কার বিজয়ী গায়িকা ইমন চক্রবর্তী।
এক সাক্ষাৎকারে এই গায়িকা বলেন, ‘শুধু আমাদেরই ডিভোর্স হয় আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ডিভোর্স হয় না। যদি আপনাদের মনে হয় যে, আপনারা ঠিক ভাবছেন; তাহলে আপনারা ঠিক।
শুধু আমাদেরই ডিভোর্স হয়, একদম ঠিক বলেছেন। তার মানে আর অন্য কোনো ইন্ডাস্ট্রিতে ডিভোর্স হয় না,ইন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির বাইরে সবাই খুব ভালো আছে।
তিনি বলেন, যারা আইটিতে আছে তারা খুব ভালো আছে, যারা ডাক্তার তারাও ভালো আছে, তাদের কোনো ডিভোর্স নাই—যদি আপনাদের এই ভাবনাটা ভেবে রাতের বেলায় ভালো করে ঘুম হয়, তাহলে প্লিজ আপনারা ভালো করে ঘুমান।’
সম্প্রতি লেটস টককে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী।
এই শিল্পীর চাওয়া, যে যেখানে থাকুক, ভালো থাকুন। তিনি বলেন, ‘‘এখন যদি আমাকে কেউ জাজ করতে আসে সে তার সময় নষ্ট করবে।’’
তিনি বুঝিয়ে দিলেন, অন্য কোনো মানুষকে জাজ করতে গেলে সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হয় না।
Leave a Reply