বরগুনা প্রতিনিধি:উপকূলীয় জেলা বরগুনার বামনা উপজেলায় বিষখালি নদী তীরের কলাগাছিয়া ও সফিপুর গ্রামের নদী ভাঙ্গন রোধে ভুক্তভোগী এলাকাবাসী নদী তীরে মানববন্ধন করেছে।
আজ মঙ্গলবার(৯সেপ্টেম্বর) সকাল ১১টায় বামনা খাদ্য গুদাম ও আবাসন প্রকল্প এলাকায় বিষখালী নদীর ভাঙ্গন কবলিত স্থানে ভুক্তভোগী এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। পরে টেকসই বাঁধ নির্মানের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি দেয়া হয়।
বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসানের সভাপতিত্বে প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য দেন, বামনা খাদ্য, গুদাম রক্ষক আনিসুর রহমান লেলিন, কলাগাছিয়া ওয়ার্ডের ইউপি সদস্য তুহিন আকন, সাংবাদিক নাসির মোল্লা, মাসুদ রেজা ফয়সাল প্রমুখ।
এ সময় বক্তারা বামনা উপজেলা সদরের বিষখালী নদী তীরের সফিপুর, কলাগাছিয়া গ্রাম, খাদ্য গুদাম, আবাসন প্রকল্প ও লঞ্চঘাট এলাকার ভাঙ্গন রোধে অন্তত ২ কিলোমিটার এলাকা জুড়ে টেকসই বাধ নির্মাণের দাবি জানান।
বক্তারা আরো বলেন দীর্ঘ ৫০ বছর ধরে বিষখালী নদী তীরের বামনা উপজেলা সদরটি রক্ষায় কোন কার্যকর পদক্ষেপ নেয়নি পানি উন্নয়ন বোর্ড। ফলে পুরাতন বামনা বাজার সহ বহু জনবসতি কৃষি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে গেছে। প্রতিবছর বর্ষা ও বন্যা মৌসুমে নদী প্লাবিত হয়ে বামনা সদরের অন্তত ৮টি গ্রামের কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি করে। এতে লবণ পানির আগ্রাসনে কৃষির ব্যাপক ক্ষতি হচ্ছে। সেই সাথে বসতি ও ব্যবসা প্রতিষ্ঠান হারিয়ে বহু মানুষ আজ বিপন্ন। তাই এ এলাকার কৃষি জমি ও বসতি রক্ষায় টেকসই বাধ নির্মাণ জরুরি হয়ে পড়েছে।
Leave a Reply