এআর হানিফ : যাত্রাবাড়ী ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডে মাতুয়াইল মেডিকেলের সামনে গোপন সংবাদ এর ভিত্তিতে র্যাব ১০ অভিযান চালিয়ে এসএ পরিবহনের একটি ভ্যান থেকে বিপুল পরিমাণ ইন্ডিয়ান শাড়ির চকলেট কসমেটিক্স ও বাজি উদ্ধার করা হয়েছে। এস এ পরিবহনের কভার্ড ভ্যানটি খাগড়াছড়ি থেকে কুমিল্লা হয়ে ঢাকা কাকরাইল হেড অফিসের দিকে যাচ্ছিল।
র্যাব ১০ বিপুল পরিমাণ অবৈধ ইন্ডিয়ান মালের খবর পেয়ে চেকপোষ্ট বসিয়ে উদ্ধার অভিযান শুরু করলে সকাল দশটার সময় এস এ পরিবহনের কভার ভ্যান মালামালসহ আটক করা হয়।
ঘটনাস্থলের র্যাব১০ মিডিয়া অফিসার সিনিয়র এসপি তাপস কর্মকার নন্দিত টিভিকে বলেন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৯ টা থেকে ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের মাতুয়াইল মেডিকেলের সামনে চেকপোষ্ট বসিয়ে অভিযান পরিচালনা করে এস এ পরিবহনের একটি কভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি চকলেট বাজি কসমেটিকস উদ্ধার করা হয়। মালামালের সিজার লিস্ট করার পরে দোষীদের বিরুদ্ধে মামলা সহ যথাযথ আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
Leave a Reply