শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৩২ অপরাহ্ন

অগ্নিকন্যা মতিয়া চৌধুরী আর নেই

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২.৫২ পিএম
  • ৪১ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (বুধবার, ১৬ অক্টোবর) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর ১টার দিকে মৃত্যুবরণ করেন মতিয়া চৌধুরী।

বর্ষীয়ান এই রাজনীতিকের জন্ম ১৯৪২ সালের ৩০ জুন, পিরোজপুরে। মতিয়া চৌধুরীর বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী পুলিশ কর্মকর্তা ছিলেন। তার মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন সাংবাদিক বজলুর রহমানকে বিয়ে করেন মতিয়া চৌধুরী।

ইডেন কলেজে পড়াশোনা করা অবস্থায় ছাত্র-রাজনীতিতে জড়িয়ে পড়েন মতিয়া চৌধুরী। ১৯৬৫ সালে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭ সালে ‘অগ্নিকন্যা’ নামে পরিচিত মতিয়া চৌধুরী পূর্ব পাকিস্তান ন্যাশনাল আওয়ামী পার্টিতে যোগ দেন এবং এর কার্যকরী কমিটির সদস্য নির্বাচিত হন।

১৯৭০ ও ১৯৭১ এর মাঝামাঝিতে তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, প্রচারণা, তদবির এবং আহতদের সেবায় সক্রিয় অংশগ্রহণকারী ছিলেন। ১৯৭১ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সময়কালে তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হন।

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৩ সালে আওয়ামী লীগের ক্ষমতা আমলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন প্রবীণ এই আওয়ামী নেতা। সবশেষ আওয়ামী লীগের ১নং প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন মতিয়া চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October 2024
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

All rights reserved © somoysangbad.net
Theme Download From CreativeNews