নাজমুল হাসানঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম ঢাকা দক্ষিণের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করতে এসে ডেমরা-যাত্রাবাড়ির ঐতিহ্যবাহী দুই শিক্ষাঙ্গন- সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ পরিদর্শন করেন। কলেজদুটো পরিদর্শনকালে তিনি সমবেত শিক্ষার্থী-শিক্ষক ও উপস্হিত এলাকাবসীর উদ্দশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তিনি বলেন, অগণিত শিক্ষার্থী ও দেশপ্রেমিক জনতার আত্মবলিদানের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকার তাড়িয়ে একটা নতুন রাষ্ট্রব্যবস্হা কায়েম করেছি। আমাদের সংগ্রাম চলবেই। জিহাদ, আবু সাঈদ ও মুগ্ধদের লড়াই এখনও শেষ হয়ে যায়নি। ফ্যাসিস্টদের নির্মূল করতে প্রয়োজনে আরও জিহাদ, আরও আবু সাঈদ, আরও মুগ্ধরা জীবন উৎসর্গ করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী শনির আখড়ার নিবেদিত সাধারণ মানুষ ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ ও সামসুল হক খান স্কুল কলেজের মত শিক্ষাপ্রতিষ্ঠাগুলো লড়াই করেছিল বলেই ফ্যাসিস্ট বাহিনীর সাথে আমাদের পক্ষে একটা জ্বালাময়ী লড়াই করা সম্ভব হয়েছে। তাদের এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সার্জিস আলমের বক্তব্যের পাশাপাশি আরও বক্তব্য রাখেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এর প্রতিষ্ঠাতা, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল বিশিষ্ট শিক্ষাবিদ ড. মাহবুবর রহমান মোল্লা।
তাৎক্ষণিক আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কলেজ ইনচার্জ ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো. মুস্তাফিজুর রহমান তুহিন এবং দিবা ও প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক যথাক্রমে মো. আলমগীর হোসেন ও আলমগীর হোসেন মোল্লা।
Leave a Reply