ইব্রাহীম খলীল, পাথরঘাটা।
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারে ইয়াসিন (১২) নামের এক অপ্রাপ্ত বয়স্ক অটোরিকশা চালকের বেপরোয়ায় প্রাণ হারিয়েছে আমেনা (৭০) নামের এক বৃদ্ধ নারী।
মঙ্গলবার দুপুরে উপজেলার কাকচিড়া বাজারের বাসা থেকে সড়ক পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে, মৃত আমেনা কাকচিড়া বাজারের রিক্সা চালক আঃ হক এর স্ত্রী।
চালক ইয়াসিন কাকচিড়া ইউনিয়নের বাইনচটকী এলাকার মো: আল-আমীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় যে, ওই নারী রাস্তা পার হওয়ার সময় সামনে থেকে প্রাণঘাতী অটোরিকশা বেপরোয়া অবস্থায় তাকে আঘাত করে, এতে অটোরিকশার সামনের দিক ভেঙ্গে তছনছ হয়ে যায় এবং ওই অটোরিকশাটি তছনছ অবস্থায়ই প্রায় ১৫/১৬ ফিট দূরে চলে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় মফজ্জল হোসেন হসপিটালে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়, পরবর্তীতে বরিশালে পৌছানোর ২/৩ ঘন্টা চিকিৎসা শেষে মৃত্যু বরণ করেন।
দুঃখ প্রকাশ করে কাকচিড়া ইউনিয়নের সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল হোসেন (আবু) বলেন, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোন ধরনের প্রশিক্ষণ ছাড়া ও ছোট ছোট ছেলেদের হাতে গাড়ী তুলে দিয়ে দিন দিন দূর্ঘটনা বাড়ছে, আমাদের উচিৎ এ ধরনের অপ্রাপ্ত বয়স্ক চালক থেকে বিরত থাকা, এবং এ বিষয়ে আমাদের সকলের খুবই সচেতন হওয়া দরকার।
জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মে. মেহেদী হাসান বলেন, প্রথমে আমাদেরকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি, পরবর্তীতে বরিশালে মরদেহ আটকে দিলে আমরা খবর পাই, তবে মৃতের পরিবার থেকে কোন ধরনের অভিযোগ করা হয়নি, অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply