মো,বাচ্চু, বামনা প্রতিনিধি : কীটনাশকমুক্ত ও পরিবেশবান্ধব উপায়ে উচ্চমূল্যের সবজি চাষে কৃষক-কৃষাণিদের উদ্বুদ্ধ করতে বরগুনার বামনা উপজেলায় দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯ টায় বামনা উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট এর আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়।
কৃষক-কৃষাণিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভার্মিকম্পোস্ট উৎপাদনের কলাকৌশল বিষয়ক আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বামনা উপজেলার কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন। এছাড়ও তিনি বিনা উদ্ভাবিত উৎসব ফলনশীল ও স্বল্প-জীবনকাল জাত সমূহের পরিচিতি এবং আমন ধানের আন্তঃপরিচর্যা, বীজ উৎপাদন ও সংরক্ষণের বিষয়ে কথা বলেন।
একদিনব্যাপী এ কর্মশালায় ৩০ জন কৃষক-কৃষাণিদের প্রশিক্ষণে আরো আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বামনা উপজেলার কৃষি অফিসার মো: আনিচুর রহমান।
বিকেলে এ কর্মশালা শেষে কৃষক-কৃষাণিদের মধ্যে নগদ অর্থ দেয়া হয়।
প্রশিক্ষণ চলাকালীন সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঊর্ধ্বতন কর্মকর্তা উক্ত কর্মশালা ভিডিও কলের মাধ্যমে মনিটরিং করেন এবং কৃষকদের সঙ্গে কথা বলেন।
Leave a Reply