নিউজ ডস্কে,সময় সংবাদ: অনুকূলে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ের বিষয়টি উপস্থাপন হবে। আর ওই বৈঠকেই দুই কিস্তির অর্থ একসঙ্গে ছাড় করার প্রস্তাব অনুমোদিত হতে পারে।
আইএমএফের নির্বাহী পরিষদের বৈঠকের ২৩ জুনের সূচি শুক্রবার প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ-এর সদর দপ্তরে বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশের অনুকূলে দেওয়া ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থছাড়ের পর্যালোচনা প্রতিবেদন উপস্থাপন করা হবে। প্রস্তাবটি অনুমোদিত হলেই কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ ঋণের অর্থ পেয়ে যাবে। এবার দুই কিস্তি বাবদ ১৩০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এর আগে তিন কিস্তিতে আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলারের মধ্যে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।
চতুর্থ কিস্তির অর্থ গত ডিসেম্বরের মধ্যে ছাড় করার কথা ছিল। কিন্তু শর্ত বাস্তবায়ন না হওয়ায় তারা অর্থছাড় করেনি। দুই পক্ষই আলোচনা চালিয়ে যেতে থাকে। পরে বলা হয়, জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় করা হবে। সেটিও অনিশ্চয়তায় পড়ে যায়। কয়েক দফা আলোচনার পর ১২ মে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। ১৪ মে আইএমএফ ওয়াশিংটন থেকে এক বিবৃতিতে জানায়, দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। জুনে ঋণের অর্থ ছাড় করা হবে।
এবারের অর্থ ছাড় করার শর্ত হিসাবে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু এরপরও বাজার স্বাভাবিক রয়েছে। তবে ডলারের দাম কিছুটা বেড়েছে। রাজস্ব আয় বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে বা এনবিআর-এ ব্যাপক সংস্কার আনা হয়েছে। ভতর্ুকি কমানোর শর্ত রয়েছে। এটি সরকার কিছুটা কমাচ্ছে। ব্যাংক খাতের জন্য দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেগুলো আইএমএফকে জানানো হয়েছে। বিদু্যতের দাম বাড়ানোর শর্ত ছিল। কিন্তু মূল্যস্ফীতির হার বাড়বে, এ বিবেচনায় বিদু্যতের দাম আপাতত বাড়ানো হবে না বলে বাজেট বক্তৃতায় অর্থ উপদষ্টো ঘোষণা দিয়েছেন। আইএমএফ-এর শর্ত অনুযায়ী মূল্যস্ফীতির হার সহনীয় পর্যায়ে নেমে না আসা পর্যন্ত কঠোর মুদ্রানীতি অনুসরণ করতে হবে। এর মানের ঋণের সুদের হার বাড়িয়ে টাকার প্রবাহ কমাতে হবে। কিন্তু বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা করেছেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতির হার ৬ শতাংশের মধ্যে নেমে আসবে। তখন সুদের হারও কমানো হবে।
২০২৩ সালের ৩১ জানুয়ারি আইএমএফ বাংলাদেশের অনকূলে ৪৭০ কোটি ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন করে।
Leave a Reply