বামনা(বরগুনা)উপজেলা সংবাদদাতা: বরগুনার বামনা উপজেলার সদর ইউনিয়নের উত্তর আমতলী গ্রামের আব্দুস শহীদের-পুত্র মোঃ ইসহাক হোসেন বাবু(২৩) আজ সন্ধ্যা সাতটার সময় বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়।
ঘটনার বিবরনে জানা যায় মোঃ ইসহাক হোসেন বাবু আজ শুক্রবার সাড়ে পাঁচটার দিকে কাঁঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে বিদ্যুতের লাইনে খুঁটিতে কাজ করতে ছিল।
হঠাৎ বিদ্যুতের শর্ট খেয়ে খুঁটি থেকে ছিটকে পড়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক চিকিৎসার জন্য আমুয়া হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে কর্তব্যরত ডাক্তার বাবুকে মৃত্যু ঘোষণা করেন। বাবু বিদ্যুতের লাইনম্যান হিসেবে কাজ করতো।
Leave a Reply