বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশকে অনুদান দিচ্ছে সুইডেন কুমিল্লায় গণপিটুনিতে মা, ছেলে-মেয়ে নিহত বাংলাদেশ বিমানের যানবাহন শাখা যেন এক মাদকের আস্তানা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি: বহিষ্কৃত ছাত্রদল নেতা একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি বরিশাল হাসপাতালে ডেঙ্গু রোগীদের মশারীও জুটছে না নির্বাচনে সহায়তায় জাতিসংঘ ও জাপানের সাথে ইসির চুক্তি ‘ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, গণমাধ্যমও ভুল তথ্যের উৎস হয়ে উঠছে’ রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি এশিয়ান কাপের মূলপর্বের পথে বাংলাদেশ শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটায় আওয়ামী স্টাইলে লুটপাট চট্টগ্রামে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম সম্প্রচার বন্ধ করেছিলেন ফ্যাসিস্ট সরকার ২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের রাজপথে থাকার ঘোষণা প্রধান উপদেষ্টাকে সিইসি জানিয়েছেন,‘ফুল গিয়ারে’ আছে নির্বাচন কমিশন নতুন বিপাকে হাসিনা-রেহানা,জয়-পুতুল ও টিউলিপ ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১v ‘পুলিশ পরিচয়ে ফেসবুক ব্যবহার করা যাবে না’ স্বৈরাচার পতনে ১৬ বছর অপেক্ষা করতে না হয়, সেই কাজ করছি: প্রধান উপদেষ্টা

নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের শেষ দিন আজ

  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫, ৪.১২ পিএম
  • ৩০ বার সংবাদটি পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক, সময় সংবাদ :জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করার সময়সীমা আজ রবিবার (২২ জুন) শেষ হচ্ছে। আগ্রহী রাজনৈতিক দলগুলো আজকের মধ্যেই তাদের আবেদনপত্র জমা দিতে পারবে। সময়সীমা শেষ হয়ে গেলে আর কোনো আবেদন গ্রহণ করবে না ইসি।

আবেদনের সময় শেষ হওয়ার পর শুরু হবে জমা পড়া আবেদনপত্রগুলোর প্রাথমিক যাচাই–বাছাই।

বর্তমান আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দলকে দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হয়। তবে নিবন্ধনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়। গণ–অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন এই শর্তগুলো কিছুটা সহজ করার সুপারিশ করলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। ফলে আগের আইন অনুযায়ীই নতুন দলগুলোর নিবন্ধনের আবেদন নিতে শুরু করেছে ইসি।

ইসি গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে। শুরুতে আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছিল ২০ এপ্রিল পর্যন্ত। পরে বিভিন্ন দলের অনুরোধে সময়সীমা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়।

জানা গেছে, অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ নিবন্ধনের জন্য আবেদন করবে।

ইসি সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল পর্যন্ত ৬৫টি দল নিবন্ধনের জন্য আবেদন জমা দেয়। এরপর আরও ৪৬টি দল সময় বাড়ানোর আবেদন জানিয়ে চিঠি দেয়। সময়সীমা বাড়ানোর পর আরও বেশ কিছু দল আবেদন করেছে। তবে এখন পর্যন্ত মোট কতটি দল আবেদন করেছে, তার চূড়ান্ত হিসাব ইসি প্রকাশ করেনি।

বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত দল আছে ৫০টি। এর মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। নতুন নিবন্ধনের জন্য আবেদন করা বেশির ভাগ দলই নামসর্বস্ব বলে ধারণা করা হচ্ছে।

গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর মধ্যে ৮১টি দল প্রাথমিক বাছাইয়ে বাদ পড়ে। শেষ পর্যন্ত নামসর্বস্ব দুটি দল নিবন্ধন পেয়েছিল।

নিবন্ধনের শর্তসমূহ

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যেসব শর্ত পূরণ করতে হয়, তার মধ্যে উল্লেখযোগ্য:

কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয় থাকতে হবে।
অন্তত এক–তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর কার্যালয় থাকতে হবে।
অন্তত ১০০টি উপজেলা বা মহানগর থানায় অফিস থাকতে হবে।
প্রতিটি অফিসে ন্যূনতম ২০০ জন ভোটার তালিকাভুক্ত থাকতে হবে।
দলের গঠনতন্ত্রে সদস্য নির্বাচন, কমিটিতে ৩৩% নারী সদস্য নিশ্চিতকরণ (২০৩০ সালের মধ্যে) ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে।
শিক্ষক-শিক্ষার্থী, শ্রমিক বা অন্য কোনো পেশাভিত্তিক অঙ্গসংগঠন না থাকা।
যাচাই–বাছাই প্রক্রিয়া

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা দলগুলোর কাগজপত্র প্রথমে যাচাই–বাছাই করা হয়। আবেদনটি আইন ও বিধিমালা অনুযায়ী না হলে তা বাতিল করা হয়। প্রাথমিক যাচাইয়ে টিকে যাওয়া দলগুলোর মাঠপর্যায়ের কার্যক্রম খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সরেজমিন তদন্ত করেন। এরপর চূড়ান্ত প্রতিবেদন কমিশনে উপস্থাপন করা হয় এবং কমিশনের অনুমোদনের ভিত্তিতে নিবন্ধন দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *