নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ঢাকার রূপগঞ্জে ইউ এস বাংলা হাসপাতাল সিন্ডিকেটের মাধ্যমে রুগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনই অভিযোগ করেছেন এক রোগীর পরিবার। ফলে হাসপাতালের সুনাম নষ্ট হচ্ছে।অন্যদিকে রোগীরা চিকিৎসা বদলে অপচিকিৎসায় শিকার হচ্ছেন। তাছাড়া অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রোগের পরিবার।
জানা গেছে, ইউ এস বাংলা হাসপাতালের ওয়ার্ড বয় রিপন সে সিন্ডিকেট তৈরি করে রুগীদের ভুল তথ্য দিয়ে উক্ত হাসপাতালের বদনাম করছেন বলে অভিযোগ রয়েছে। এই সিন্ডিকেটে লিডার ওয়ার্ড বয় রিপন ও তার সাথে সম্পৃক্ত মহিলা ডাক্তার ও ম্যানেজার এই দুর্নীতিতে সম্পৃক্ত বলে দবি করেছেন স্থানীয় একটি সূত্র। রোগীদের অভিযোগের তথ্য মতে, বহু রুগী তাদের ফাঁদে পরে নিঃস্ব ও মৃত্যু শয্যায়। রোগীর খারাপ অবস্থা দেখে অনেক রুগী তাদের থেকে পালিয়ে গিয়ে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে এখন সুস্থ। বিগত দিনে ওই হাসপাতালে যে সকল ঔষধ ও টেস্ট দিয়েছে রোগীর মধ্যে সেই সমস্ত কোন রোগ নেই বলে অভিযোগ করেছেন ওই রোগীর পরিবারের। অন্যদিকে রোগীকে যে ঔষধ খাওয়ানো প্রেস্কিপসন লেখা হয়েছিল, তাতে রোগীর অবস্থা আরো খারাপ করার জন্য ও অর্থ হাতিয়ে নেয়ার জন্য করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই বিষয়ে জানতে সংশ্লিষ্ট হাসপাতালের ম্যানেজারের কাছে ফোন দিলে কল রিসিভ করেননি। হাসপাতালে সুনাম রক্ষার্থে এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রোগীর পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
উক্ত হাসপাতালের বিষয়ে অভিযোগের সত্যতা আরো যাচাই করা জন্য অনুসন্ধান চলমান।
Leave a Reply