নিউজ ডেস্ক, সময় সংবাদ : ‘ডন ৩’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রণবীর সিংয়ের অভিনয়ের খবরটা তো পুরোনো সংবাদ। তবে অনেক দিন ধরেই আলোচনায় ছিল রণবীরের বিপরীতে প্রধান নারী চরিত্রে কে থাকছেন। এর আগে আনুষ্ঠানিকভাবে এ চরিত্রে কিয়ারা আদভানির নাম ঘোষণা করা হলেও গর্ভাবস্থার কারণে ছবিটি থেকে সরে দাঁড়ান তিনি। এরপর কে তার জায়গা নেবেন, তা নিয়ে চলছিল গুঞ্জন। অবশেষে নির্মাতা ফারহান আখতারের প্রযোজনা সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ছবিটিতে কিয়ারার পরিবর্তে অভিনয় করবেন কৃতি শ্যানন।
অভিনেত্রী কৃতি শ্যানন,ছবি: সংগৃহীত
এক বিবৃতিতে জানানো হয়, পরিচালক ফারহান আখতার তার আসন্ন ‘ডন ৩’ সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আশা করা হচ্ছে, ছবিটি ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে। ডনের তৃতীয় কিস্তিতে প্রধান চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং ও কৃতি শ্যানন।
এদিকে সম্প্রতি কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন অভিনেত্রী কিয়ারা আদভানি ও তার স্বামী অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। গত মঙ্গলবার ১৫ জুলাই মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে তাদের সন্তান জন্ম নেয়। সুখবরটি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন এই দম্পতি।
প্রধান দুই চরিত্রের জন্য অভিনয়শিল্পী নিশ্চিত করা গেলেও ছবির প্রযোজনা সংস্থাটি জানিয়েছে, ‘ডন ৩’ সিনেমায় এখনো খল চরিত্রের জন্য অভিনেতা খোঁজা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘ছবির জন্য কাস্টিং প্রক্রিয়া অব্যাহত রয়েছে এবং নির্মাতা রণবীরের প্রতিপক্ষের চরিত্রে অভিনয়ের জন্য একজন শীর্ষস্থানীয় অভিনেতার সঙ্গে এখনো আলোচনা চালিয়ে যাচ্ছেন।’
অন্যদিকে শোনা যাচ্ছে, অভিনেতা বিক্রান্ত ম্যাসি ও বিজয় দেবেরাকোন্ডার এই সিনেমায় অভিনয়ের কথা থাকলেও চিত্রনাট্য নিয়ে অসন্তোষ প্রকাশ করে তারা সরে দাঁড়িয়েছেন। এক সূত্র থেকে জানা যায়, ‘ডন ৩’-এর নেতিবাচক চরিত্রটিতে যথেষ্ট গভীরতার অভাব আছে। তাই কাজটি না করার সিদ্ধান্ত নেন তারা।
অভিনেত্রী কৃতি শ্যানন,ছবি: সংগৃহীত
বর্তমানে ছবির মুখ্য অভিনেতা রণবীর সিং ব্যস্ত রয়েছেন আদিত্য ধরের পরিচালনায় নির্মিতব্য ‘ধুরন্ধর’ ছবির কাজ নিয়ে। গত ৬ জুলাই ছিল রণবীরের জন্মদিন। এ দিনটাকে উপলক্ষ করেই সেদিন সিনেমাটির প্রথম লুক প্রকাশ করা হয়। ছবিটি ২০২৫ সালের ৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
Leave a Reply