সময়সংবাদ ডেস্ক:
সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে আগামী ৬০ দিন সেনাবাহিনীর কাছে বিচারিক ক্ষমতা থাকবে। আর জনপ্রশাসনের এই প্রজ্ঞাপনের পরই নিজেদের উপর হামলার ব্যাপারে অভিযোগ জানাতে সেনাবাহিনীর দারস্থ হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে দলীয় নেতাকর্মীদের এমন নির্দেশনা দেয় জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দলটি।
পোষ্টে তারা লিখেছে, “আমরা সারাদেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের বিষয়ে থানায় সাধারণ ডায়েরীও করতে দেওয়া হয়নি। যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে, তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছেই অভিযোগ দেওয়ার বিকল্প নেই।”
পোস্টে আরও বলা হয়েছে, “ক্ষতিগ্রস্থ সবাই পরিবারের সদস্যদের মাধ্যমে নিকটস্থ সেনাক্যাম্পে লিখিত অভিযোগ, সন্ত্রাসীদের নাম উল্লেখ করে জমা দিন।”
এতে আরও লেখা হয়েছে, “সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে সকল অপরাধী, লুটেরা, সন্ত্রাসীদের তারা আইনের আওতায় আনবে।”
Leave a Reply