সময়সংবাদ ডেস্ক:
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ কার্যক্রম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু করবে ঢাকা শিক্ষা বোর্ড। চলবে আগামী ৬ অক্টোবর পর্যন্ত। এ শিক্ষাবোর্ডের অধীন সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে।
বুধবার ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ) মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়।
চিঠিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের মূল সনদপত্র গ্রহণ করার জন্য কতজন ছাত্র/ছাত্রী উত্তীর্ণ হয়েছে তার বিবরণ নিজে অথবা দায়িত্বশীল প্রতিনিধিকে প্রাধিকার পত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদপত্র গ্রহণ করতে হবে।
প্রধান শিক্ষক/ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিজে অথবা তার পাঠানো প্রতিনিধি উভয়ের ক্ষেত্রেই গভর্নিং বডি/ম্যানেজিং/এডহক কমিটির সিদ্ধান্তের কপিসহ (সরকারি স্কুল ব্যতীত) মূল সনদপত্র গ্রহণের জন্য আবেদনের উপর গভর্নিং বডি /ম্যানেজিং/এডহক কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের প্রতিস্বাক্ষর অবশ্যই আনতে হবে। অন্যথায় মূল সনদপত্র প্রদান করা সম্ভব হবে না।
Leave a Reply