সময়সংবাদ ডেস্ক :
শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত থেকে শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত জেলা সদর উপজেলায় নদীর বঙ্গের চর ও ভোলার চরে দুটি এবং মনপুরায় আটটি ট্রলারডুবির ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলেরা।
তবে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব শনিবার দুপুর পর্যন্ত পাঁচটি ট্রলারডুবির কথা নিশ্চিত করেছেন।
নিখোঁজ জেলে মো. আলাউদ্দিন মনপুরার বশার মাঝির ট্রলারে ছিলেন বলে জানা গেছে।
ফেরত আসা জেলেরা জানান, ঝড়ের কবলে পড়ে শুক্রবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত মনপুরায় মেঘনা নদীর চর কলাতলি, মনির বাজার, রামনেওয়াজ মাছঘাট, দক্ষিণ সাকুচিয়া, পুরাতন লঞ্চঘাট এবং কুঠারি চর এলাকাসহ আরও বেশ কয়েকটি জায়গায় মাছ ধরার আটটি ট্রলার ডুবে গেছে।
ডুবে যাওয়া ট্রলারের মালিকরা হলেন- মনপুরা ইউনিয়নের মো. আলাউদ্দিন মাঝি, মো. বশার মাঝি, মাইনুদ্দিন মাঝি, মহিউদ্দিন মাঝি, হাজির হাট ইউনিয়নের মো. ইউনুস মাঝি, মনির মাঝি, রফিক মাঝি এবং সাকুচিয়া ইউনিয়নের মো. সুজন মাঝি।
মনপুরায় ডুবে যাওয়া আটটি ট্রলারের সব মাঝিমাল্লারা ঘাটে ফিরতে পারলেও আলাউদ্দিন নিখোঁজ রয়েছেন বলে জানান অন্যরা।
Leave a Reply