সময়সংবাদ ডেস্ক :
লেবাননে হিজবুল্লাহর অবস্থানগুলো থেকে সাধারণ লেবাননবাসীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি
সামরিক বাহিনী। ইরানপন্থি সশস্ত্র সংগঠনটির বিরুদ্ধে আরও ‘ব্যাপক ও সুনির্দিষ্ট’ হামলা চালানোর জন্য সোমবার (২৩ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনী এ হুঁশিয়ারি দিয়েছে। সংবাদ এএফপির।
ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বিরল ঘটনা হিসেবে লেবাননের নাগরিকদের প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘হিজবুল্লাহ তার সামরিক লক্ষ্য পূরণের জন্য যেসব গ্রামগুলোতে সক্রিয় তার আশপাশের ভবন ও এলাকাগুলো থেকে সাধারণ নাগরিকদের সরে যাওয়ার পরামর্শ দিচ্ছি। অস্ত্র জমা রাখার মতো সামরিক কাজে ওইসব স্থান ব্যবহার হলে লেবাননবাসীকে নিজেদের নিরাপত্তার স্বার্থে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলা হচ্ছে।’
ড্যানিয়েল হাগারি আরও বলেন, “ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পুরো লেবাননজুড়ে ছড়িয়ে থাকা এসব ‘সন্ত্রাসী’ অবস্থানে আরও ব্যাপক ও সুনির্দিষ্টভাবে হামলা চালাতে যাচ্ছে।”
সোমবার সকাল থেকেই নতুন ধারায় আক্রমণ শুরু হয়েছে বলেও জানান ইসরায়েলের এই সামরিক মুখপাত্র। তিনি বলেন, ‘নিকট ভবিষ্যৎ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।’
Leave a Reply