সময়সংবাদ ডেস্ক :
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার সকালে এই তথ্য জানান র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।
তিনি জানান, গত ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যা চালানো হয়। এসব অভিযোগে সাবেক সংসদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা রয়েছে।
আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারত চলে যান শেখ হাসিনা।
এরপর থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, শেখ হাসিনার উপদেষ্টা এবং আওয়ামী লীগের জোট শরিক দলের প্রায় তিন ডজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৯ সাল থেকে দুই দফায় শিল্পমন্ত্রী হওয়া নুরুল মজিদ হুমায়ুন ৬৯ এর অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে অংশ নেন। যুবলীগ প্রতিষ্ঠার সময় থেকেই তিনি কেন্দ্রীয় নেতা ছিলেন।
নরসিংদী-৪ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।
Leave a Reply