সময় সংবাদ ডেস্ক :
জাপানের একটি বিমানবন্দরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে বিমানবন্দরের একটি ট্যাক্সিওয়েতে বড় গর্তের সৃষ্টি হয়। ফলে ৮০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
দেশটির ভূমি ও পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, বুধবার (২ অক্টোবর) দক্ষিণ-পশ্চিম জাপানের মিয়াজাকি বিমানবন্দরে বোমাটির বিস্ফোরণ ঘটে। তখন এর আশেপাশে কোনো বিমান ছিল না।
কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে নিশ্চিত হওয়া গেছে ৫০০ পাউন্ড ওজনের মার্কিন বোমার বিস্ফোরণ ঘটেছে। হঠাৎ বিস্ফোরণের কারণ নির্ণয় করছেন তারা।
নিকটবর্তী একটি এভিয়েশন স্কুলের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণটি ঝর্ণার মতো ছড়িয়ে পড়ে। জাপানি টেলিভিশনে প্রচারিত ভিডিওতে ট্যাক্সিওয়েতে প্রায় ৭ মিটার লম্বা ও ১ মিটার গভীর একটি গর্ত দেখা গেছে।
চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, বিমানবন্দরে ৮০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মিয়াজাকি বিমানবন্দরটি ১৯৪৩ সালে সাবেক জাপানি নৌবাহিনীর ফ্লাইট প্রশিক্ষণের জন্য নির্মিত হয়েছিল। যেখান থেকে শত শত তরুণ ‘কামিকাজি’ বিমান নিয়ে আত্মঘাতী মিশনে যাত্রা করেছিলেন। ওই এলাকায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনীর ফেলে দেওয়া বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
Leave a Reply