বরগুনা জেলা প্রতিনিধি,
বরগুনার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের নির্বাচনী পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। গত ২০ আগস্ট বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এর সভাপতিত্বে সকল কার্যক্রম করতে তিন কমিটি অনুমোদন করা হয়।
ভর্তি প্রবেশপত্র সংগ্রহ, ভর্তি ফি, বেতন ও পরীক্ষা সংক্রান্ত কোন প্রয়োজনে পরীক্ষা কমিটির সদস্যদের নাম, প্রতিটি কমিটিতে তিনজন সদস্য করে কমিটি অনুমোদন দেয়া হয়। এ বছর ওই প্রতিষ্ঠানে নির্বাচনী পরীক্ষার্থী রয়েছে ১৩৪ জন। এরমধ্যে ৬ পেপারে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫ থেকে ৬ জন পরীক্ষার্থী।
ডা. মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে ৯৯জন পরীক্ষার্থী পরীক্ষার ফরম পূরণ করেন যা সম্পূর্ণ অবৈধ ও বেআইনি। এছাড়াও অভিযোগ রয়েছে ওই তিন কমিটির বিরুদ্ধে। পরীক্ষার অনিয়মের সত্যতা স্বীকার করে হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় কলেজের সব বিষয়ে তিনটি কমিটি করে দিয়েছেন। ডি এইচ এম এস পরীক্ষার ফরম পুরনের অনিয়ম রয়েছে।
অনিয়মের বিষয় ডা. মিজানুর রহমান হাওলাদার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা বেআইনি কোন কাজ করব না, সভাপতির নির্দেশক্রমে প্রতিষ্ঠান চলবে।
কলেজের সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক শুভ্র দাস বলেন আমি বদলি হয়েছি, ওই কলেজের অনিয়ম নিয়ে আমার কাছে আগে থেকেই অভিযোগ ছিল।
Leave a Reply