সময় সংবাদ প্রতিবেদক :
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালালেও তার দোসরররা এখনো দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান তিনি। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য র্যালি পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। গণতন্ত্র ছাড়া দেশে ভিন্ন কিছু চলবে না বলেও সতর্ক করে দিয়েছেন বিএনপি মহাসচিব।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার বর্ণাঢ্য র্যালি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দুপুর আড়াইটায় শুরু হওয়ার কথা থাকলেও ১২ টার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হতে থাকে দলীয় নেতাকর্মীরা।
জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকায় সৌন্দর্য বাড়তে থাকে নয়া পল্টনের রাস্তা। বিভিন্ন রং-বেরংয়ের ক্যাপ ও টি-শার্ট পড়ে মিছিল নিয়ে স্লোগান দিতে থাকে নেতা-কর্মীরা। ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত রাস্তা কানায় কানায় পূর্ণ। নয়াপল্টনসহ আশেপাশের এলাকায় যেন বিএনপি নেতাকর্মীদের স্রোত।
বিকাল তিনটার দিকে নয়াপল্টনে অস্থায়ী মঞ্চে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
এরপর নয়া পল্টন থেকে বিএনপি নেতাকর্মীদের গন্তব্য মানিক মিয়া এভিনিউয়ের দিকে। মিছিল আর শ্লোগানে এগিয়ে যেতে থাকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এই র্যালি শুরু হলেও শেষটা কোথায়, তা অনেকটা অদেখা। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিএনপি বিশাল আয়োজনে এ শো-ডাউন করে।
সন্ধ্যায় মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। সমাপনি বক্তব্যে দলের মহাসচিব আবারও জানান, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর বিএনপি।
Leave a Reply