সময় সংবাদ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হিসেবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে স্বাগত জানান। বুধবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় সকালে ওভাল অফিসে এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় করমর্দন করে একে অপরকে অভিবাদন জানান। খবর রয়টার্সের।
বৈঠকে, বাইডেন ও ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধসহ বিশ্বের গুরুত্বপূর্ণ নানা ইস্যু নিয়ে আলোচনা করেন। প্রেসিডেন্ট বাইডেন এ সময় জানান, তিনি একটি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিশ্চিত করতে চান এবং দেশের ভালোবাসা ও সংহতির পথে কাজ করবেন।
এটি ছিল বাইডেন ও ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে, ২০২০ সালের নির্বাচনের পর একবার ওভাল অফিসে এই দুই নেতা সাক্ষাৎ করেন। উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে হোয়াইট হাউজে প্রবেশ করেন।
Leave a Reply