চুয়াডাঙ্গা প্রতিনিধি:
শীত বাড়ছে প্রতিদিন, তাপমাত্রা নামলো ১৪ ডিগ্রিতে, কুয়াশাচ্ছন্ন সড়ক।
চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল বাতাস কাঁপন ধরিয়ে দিচ্ছে। একদিনের ব্যবধানে ১ দশমিক ৩ ডিগ্রি কমে তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির ঘরে। সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় ১৪ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয় শ্রমিক মাজেদুল ইসলাম বলেন, শীত এসে পড়েছে। ভোরে কাজ করার সময় হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে শীতের তীব্রতা আরো বাড়বে।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, সোমবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ডিগ্রি সেলসিয়াস। প্রতিদিন ১-২ ডিগ্রি তাপমাত্রা কমবে।
Leave a Reply