আনিসুর রহমান টুলু বরগুনা
বরগুনা বেতাগী উপজেলার বুড়া মজুমদার ইউনিয়নের বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে।
আজ বুধবার ১১ টায় স্কুলের সামনে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা বলেন, সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছুর রহমান গত ৯/১১/ ২০২৪ইং তারিখ ভাড়াটিয়া বাসায় ছাত্রীকে প্রাইভেট পড়ানোর কথা বলে বাসার ভিতর আটকিয়ে ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করে। ছাত্রী ডাক চিৎকার দিলে ধর্ষক ধর্ষণ করতে ব্যর্থ হয়। পরে বিষয়টি জানাজানি হলে সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছুর রহমানের বিরুদ্ধে ছাত্রীর বাবা ১২/১১ /২৪ বেতাগী থানায় মামলা দায়ের করেন।
সত্য ঘটনা কে ধামাচাপা দেয়ার উদ্দেশ্যে ওই স্কুলের প্রধান শিক্ষকসহ চারজনের বিরুদ্ধে সহকারী শিক্ষক ইলিয়াছুর রহমান বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।
উক্ত মামলার বিরুদ্ধে আজ স্কুলের সামনে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকরা
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।এ সময় শিক্ষার্থীরা শিক্ষক মোঃ ইলিয়াছুর রহমানের কুকর্মের জন্য গ্রেফতার ও অপসারণের দাবি করেন প্রশাসনের কাছে।
স্থানীয়রা বলেন এই শিক্ষকের বিগত দিনে অনেক কুকর্ম রয়েছে। তার কাছে আমাদের ছেলে মেয়ে নিরাপদ নয়। আমরা দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই শিক্ষকের গ্রেফতার ও অপসারণের দাবি করছি।
Leave a Reply