পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি,
বরগুনার পাথরঘাটা সদরে অবস্থিত পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক এর মালিকানাধিন হোটেল সোনালী নামে একটি আবাসিক হোটেলে চাঁদা দাবী ও হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় হোটেলের ম্যানেজার মো. রাসেল বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে পাথরঘাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডের মো. বশির আহম্মেদ এর ছেলে মুনিম ইসলাম (২৬) প্রায় দিনই একাধিক লোকজন নিয়ে জোরকরে হোটেলে ঢুকে বিনা ভাড়ায় একাধিক রুম ব্যবহার করে আসছিলো।
তারই ধারাবাহিকতায় (২১ নভেম্বর) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উল্লেখিত মুনিম ইসলাম দেশীয় অস্ত্রসহ ১২ থেকে ১৫ জন লোক নিয়ে হোটেলে ঢুকে হোটেল ম্যানেজার মো. রাসেলের কাছে ২ লক্ষ টাকা চাঁদা বাদী করে ও হোটেলের আসবাবপত্র ভাংচুর করে।
এ সময়ে রাসেল বাধা দিতে আসলে মুনিম ইসলাম ও তার সাথের লোকজন রাসেলকে বেধড়ক মারধর করে, ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে রাসেলকে উদ্ধার করে।
এ ঘটনায় রাসেল বাদি হয়ে উল্লেখিত মুনিম ইসলামের নাম উল্লেখকরে আরো ১২/১৫ জনকে অজ্ঞাত আসামি করে পাথরঘাটা থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী মো রাসেল বলেন সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ জোরকরে রুম ব্যবহারসহ রুমে ঢুকে নেশাদ্রব্য সেবন করে আসছিলো, আমি তাদেরকে বাধা দিলেই আমাকে প্রাণনাশের হুমকি দিতো। রাসেল আরও বলেন বর্তমানেও আমি চরম নিরাপত্তা হীনতায় ভুগছি, সন্ত্রাসীরা যেকোন সময় আমাকে মেরে ফেলতে পারে।
জনতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন,
উল্লেখিত ঘটনায় মামলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply