আনিসুর রহমান টুলু বরগুনা:
কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে বরগুনা পাথরঘাটা উপজেলার প্রান্তিক কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। অভিযোগ উঠছে চৌকিদার এন্টারপ্রাইজের নামে প্রোপাইটার জাকির হোসেনের বিরুদ্ধে।
জানা গেছে, ২০১৭ সালে ব্র্যাক থেকে আলুর বীজ কৃষকদের মাঝে সরবরাহের ডিলার হিসেবে নিয়োগ পান মোঃ জাকির হোসেন। প্রতি বস্তা বীজ আলুর মূল্য ৩১,৬০ টাকা নির্ধারণ করে দিয়েছেন ব্রাক কর্তৃপক্ষ।
জাকির হোসেন সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে কৃষকদের সাথে প্রতারণা করে ৪ হাজার থেকে সাড়ে চার হাজার টাকা বিক্রি করে হাতিয়ে নিয়েছে বীজ আলুর প্রতি বস্তা থেকে। এতে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন প্রান্তিক কৃষকরা।
জাকিরের সিন্ডিকেট ব্যবসার লাইসেন্স বাতিলসহ প্রশাসন ও ব্রাক কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কৃষকরা
জাকির ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিকদের উপস্থিত পেয়ে তিনি এলাকা ছেড়ে চলে যান। দুর্নীতির বিষয় খলিলুর রহমান বলেন, ব্যবসায় আমি শেয়ার আছি আমাদের শত্রু আছে।
বরিশাল বিভাগের ব্রাকের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন এরকম ঘটনা হলে অচিরেই আমরা জাকিরের লাইসেন্স বাতিল করব। ব্রাক কখনো অন্যায়ের প্রশ্রয় দেয় না।
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার বলেন তদন্ত সাপেক্ষে ওই ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply