নিজস্ব সংবাদদাতা :
কুড়িগ্রাম জেলার নাগেশরী উপজেলাধীন মধ্য কুমারপুর গালস্ স্কুল এন্ড কলেজের
৫ শিক্ষকের জাল সনদে এমপিও দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের সাথে জড়িত রয়েছেন রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক। তিনি মোটা অংকের অর্থের বিনিময়ে এরকম অনিয়ম করেছেন বলে জানা গেছে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
মহাপরিচালক ও শিক্ষা সচিবের কাছে অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগের তথ্য মতে জানা গেছে, ওই পাঁচ শিক্ষকের মধ্যে ২ জন শিক্ষকের নিবন্ধন ২০১৭ সালে। কিন্তু ২০১৫ সালে কমিটি কর্তৃক শিক্ষা নিয়োগ বন্ধ করে দেওয়া হয়। প্রশ্ন থাকে যে ওই দুই শিক্ষক ২০১৭ সালে কিভাবে নিবন্ধন পান। অন্য ৩ শিক্ষকের একাডেমীক ও পেশাগত সনদ সম্পূর্ণরূপে জাল বলে অভিযোগ উঠেছে। কলেজটির ঊওওঘ ঘড়-১২২২৭২ উক্ত উপজেলার ভিতর বন্দরে ডিগ্রি মহিলা কলেজের গ্রন্থাগারিক পদে একজন এমপিও ভুক্তির জন্য সুপারিশ করেন। মূলত উক্ত গ্রন্থাগারিক সনদটিও জাল বলে জানা গেছে। কলেজের ঊওওঘ ঘড়-১৩৫২৬৬। ৫ শিক্ষকের জাল সনদ ও দুর্নীতি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply