বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিস্ট সরকারের পতন হলেও মাফিয়াতন্ত্র শেষ হয়নি : নাহিদ বিচার ব্যবস্থাকে দোরগোড়ায় নিয়ে যেতে ঐকমত্য তৈরি হয়েছে: ডা. তাহের গুমের ঘটনায় সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা : সেনাসদর দেশে বেড়েছে খাদ্য মজুদ: প্রেস উইং বাংলাদেশকে অনুদান দিচ্ছে সুইডেন কুমিল্লায় গণপিটুনিতে মা, ছেলে-মেয়ে নিহত বাংলাদেশ বিমানের যানবাহন শাখা যেন এক মাদকের আস্তানা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি: বহিষ্কৃত ছাত্রদল নেতা একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি বরিশাল হাসপাতালে ডেঙ্গু রোগীদের মশারীও জুটছে না নির্বাচনে সহায়তায় জাতিসংঘ ও জাপানের সাথে ইসির চুক্তি ‘ডিজিটাল প্ল্যাটফর্ম নয়, গণমাধ্যমও ভুল তথ্যের উৎস হয়ে উঠছে’ রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি এশিয়ান কাপের মূলপর্বের পথে বাংলাদেশ শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড সরকারি প্রতিষ্ঠান মিল্কভিটায় আওয়ামী স্টাইলে লুটপাট চট্টগ্রামে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থান: গণমাধ্যম সম্প্রচার বন্ধ করেছিলেন ফ্যাসিস্ট সরকার ২ জুলাই: দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের রাজপথে থাকার ঘোষণা প্রধান উপদেষ্টাকে সিইসি জানিয়েছেন,‘ফুল গিয়ারে’ আছে নির্বাচন কমিশন

পাকিস্তানকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

  • সংবাদ প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ৪.৫৬ পিএম
  • ১৪১ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ প্রতিবেদক:

দুর্দান্ত বোলিংয়ের পর আস্থাশীল ব্যাটিংয়ে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। এই নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটল টাইগার যুবারা। শিরোপা নির্ধারণী ম্যাচে আসরের বর্তমান চ্যাম্পিয়ন লাল-সবুজের দলের প্রতিপক্ষ ভারত।

দুবাইয়ে শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে প্রথম সেমিফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ৩৭ ওভারে মাত্র ১১৬ রানে অলআউট হয়ে যায়। জবাবে বাংলাদেশ ২৭.৫ ওভার হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।

একই দিন শারজাহতে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে পা দেয় টিম ইন্ডিয়া। টসে জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা ৪৬.২ ওভারে ১৭৩ রানে গুটিয়ে যায়। জবাবে ভারত আক্রমণাত্মক ব্যাটিংয়ে ২১.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নেয়।

টাইগার যুবাদের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের সামনে ছিল ১১৭ রানের সহজ জয়ের লক্ষ্য। দলীয় ২৮ রানের মধ্যে দুই ওপেনার কালাম সিদ্দিকী (০) ও জাওয়াদ আবরার (১৮) ফিরলেও সেই চাপ সহজেই সামলে নেয় বর্তমান শিরোপাধারীরা।

তৃতীয় উইকেটে অধিনায়ক আজিজুল হাকিম তামিম ও মোহাম্মদ শিহাব জেমস ৫৭ রানের জুটি গড়ে জয়ের রাস্তা সহজ করে দেন। জেমস ৩৬ বলে ৪টি চারে ২৬ রান করে সাজঘরে ফেরেন।

আজিজুল হাকিম তামিম ব্যাট হাতে আগ্রাসী ভঙ্গিতে খেলে ফিফটির দেখা পান। ৪২ বলে ৭ চার এবং ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন। পাঁচ রানে অপরাজিত থাকা রিজান হোসেনকে নিয়ে টাইগার কাপ্তান চতুর্থ উইকেটে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

এর আগে দলীয় স্কোর পঞ্চাশ পেরোনোর আগেই ৩ উইকেট হারায় পাকিস্তান। স্কোরবোর্ডে ৭৯ রান তুলতেই ছয় ব্যাটার ড্রেসিং রুমে ফেরেন। সপ্তম উইকেটে দলের হয়ে সর্বাধিক রান করা ফারহান ইউসুফ (৩২) ও ফাহাম-উল-হক ৩৪ রানের জুটি গড়ে দলকে একশ রানের গণ্ডি পার করান। এরপর ৩ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারিয়ে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বো হাতে ঝলসে ওঠা ইকবাল হোসেন ইমন ৭ ওভারে ২৪ রানের বিনিময়ে পান ৪ উইকেট। মারুফ মৃধা ২টি ও একটি করে উইকেট নেন আল ফাহাদ এবং দেবাশীষ দেবা।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনাল খেলেছিল বাংলাদেশ। স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো আসরটির শিরোপা জিতেছিল টাইহার যুবারা। দুবাইয়ে ৮ ডিসেম্বর ফাইনাল দিয়ে এবারের এশিয়া কাপের পর্দা নামবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *