বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনা জেলার বামনা উপজেলায় সমাজসেবা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বামনা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যে সামনে রেখে উক্ত আলোচানা সভায় সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বামনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) মোসাঃ নিকহাত আরা। তিনি বলেন,সমাজ সেবার মূল লক্ষ্য হচ্ছে টেকসই উন্নয়ন। এই উন্নয়ন অব্যাহত রাখতে হলে সঠিক নেতৃত্ব দরকার। সঠিক নেতৃত্বের মাধ্যমে সমাজের উন্নয়ন সহজ হয়। তাই সঠিক নেতৃত্বের মাধ্যমে বামনার মানুষের উন্নয়ন অগ্রগতি অব্যাহত থাকবে।
সমাজসেবার প্রতি অনুরোধ জানিয়ে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, মানুষের প্রতি মানুষের হক কখনো নষ্ট করা যাবে না। তাই সমাজসেবায় জনগণের জন্য যেসব সুযোগ সুবিধা আসবে সেগুলো জনগণের কাছে প্রচার করতে হবে। যোগ্য ব্যক্তিকে সুযোগ সুবিধাসহ জনগণের কল্যাণে কাজ করতে হবে।আর উন্নয়নের অংশীদার হিসেবে সমাজসেবার পাশাপাশি পরিবারের ও সমাজের সচেতন লোকজনকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান উক্ত আলোচনা সভার প্রধান অতিথি।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার, ওসি মোঃ হারুন অর রশিদ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মোঃ আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া , উপজেলা জামায়েত ইসলামের সাবেক আমীর মোঃ হারুন অর রশিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, জুলাই-আগষ্ট বিপ্লবের অগ্নিকন্যা সাকিরা, উপজেলা ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়নেস সঠিক মূল্যায়ন প্রয়োজন। তাহলে বৈষম্য দূর করা সম্ভব। উপজেলা সমাজসেবা কার্যালয়ের জনবল বৃদ্ধির বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
আলোচনা শেষে বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে চেক, ঔষধ সামগ্রী ও প্রতিবন্ধী কার্ড বিতরণ করা হয়। এছাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
Leave a Reply