শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কাকরাইলে সংঘর্ষ ও বল প্রয়োগ নিয়ে আইএসপিআরের বিজ্ঞপ্তি নুরের ওপর হামলা, রাতেই বিক্ষোভের ডাক এনসিপির জাপা কার্যালয়ের সামনে পুলিশের লাঠিচার্জ, মারাত্মক আহত নুর ‘শুধু আমাদেরই ডিভোর্স হয়’ সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রকাশ তিন মাসের মধ্যে নির্বাচন দিলে অনেক ঝামেলা এড়ানো যেত: মির্জা ফখরুল জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির পাথরঘাটায় বিদ্যালয়ের মাঠ দখল করে বীজচাষ প্রকল্পের টাকা আত্মসাত: ফেঁসে গেলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দুই কর্মকর্তা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের খোলা চিঠি মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জনের মরদেহ উদ্ধার শূন্য থেকে কোটিপতি: ওয়াসার হারুনের এতো সম্পদ! পাকিস্তানে আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩৪ যতোই চ্যালেঞ্জিং হোক, সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিরপুরে উঠছে বহুতল ভবনটি মাতুয়াইলে ১২ ফুট রাস্তার পাশে ১১ তলার আবাসন অনুমোদন! প্রধান ‍উপদেষ্টা যে মাসে বলেছেন, সেই মাসেই নির্বাচন হবে’ এবার বিমানের কুয়েত ও দুবাই ফ্লাইট বাতিল জাতীয় নির্বাচনে ১২ কোটির বেশি ভোটার হতে পারে প্রেমের কথা স্বীকার করলেন জয়া আহসান

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডিকে সময় দিলেন না ডিসি

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৫২ পিএম
  • ১ ১৬ বার সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
পূর্বনির্ধারিত কর্মসূচি থাকার পরেও জেলা প্রশাসক (ডিসি) ব্যস্ত। টানা এক ঘণ্টা অপেক্ষা করেও স্বাক্ষাৎ মেলেনি তার। এমন অসৌজন্যমূলক পরিস্থিতিতে রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিক সন্তানদের শিক্ষা সহায়তা বৃত্তির চেক হস্তান্তর করে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. আব্দুল্লাহ। এ নিয়ে সাংবাদিকসহ সচেতন মহলে ক্ষোভ-অসন্তোষের সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসক কার্যালয়ের সামনের রাস্তায় দাঁড়িয়ে এই চেক হস্তান্তর করা হয়।

এ সময় ময়মনসিংহে কর্মরত ২১ জন সাংবাদিক সন্তানদের মাঝে শিক্ষা সহায়তা বৃত্তির এই চেক হস্তান্তর করে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

এ সময় সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম. আইয়ুব আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি খাইরুল বাশার।

অনুষ্ঠানে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে এম. আব্দুল্লাহ বলেন, রাষ্ট্রীয়ভাবে সাংবাদিক সন্তানদের শিক্ষা সহায়তা দেওয়া হয়। কিন্তু ময়মনসিংহে এসে আমরা ভিন্ন অভিজ্ঞতা পেলাম। বাংলাদেশে আমলা শ্রেণি পর্যায়ের মধ্যে যারা জেলায় দায়িত্ব পালন করেন তারা নিজেদের রাজা মনে করেন, আর যারা জেলায় বসবাস করেন তারা সবাই প্রজা। এই মানসিকতা পরিবর্তন না হলে আমরা যতই পরিবর্তনের গল্প শোনাই না কেন, এটার কোনো উন্নতি হবে না। আমরা সময় নির্ধারণ করে ঢাকা থেকে নির্দিষ্ট কর্মসূচি দিয়ে যেভাবে করতে হয়, সেভাবে করেছি এবং এসেছি। কিন্তু এখানে এসে এক ঘণ্টা বসে থাকার পরেও ন্যূনতম সৌজন্যতা প্রদর্শন করা হয়নি। সিভিল সার্ভিসে ঢোকার সময় যে সভ্যতা, ভদ্রতা শেখানো হয় এক্ষেত্রে আমরা ব্যত্যয় দেখেছি। এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা আমাদের যেন আগামী দিনে না হয়, সে ব্যাপারে ভাবতে হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক কীভাবে হস্তান্তর হবে, কাঠামো কী হবে। আমি আপনাদের (সাংবাদিক) ডেকে এনেছি এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

এ সময় এম. আব্দুল্লাহ আরও বলেন, আজকে যারা চেক পেয়েছেন আগামী বছর তারা ভালো ফলাফল করে সাংবাদিক কল্যাণ ট্রাস্টে জমা দিলে তাদের জন্য এই শিক্ষা বৃত্তি অব্যাহত থাকবে। ফলাফল ভালো হলে মাস্টার্স পর্যন্ত চলবে এই বৃত্তি কার্যক্রম। তবে নতুন করে যারা আবেদন করতে চান তাদেরকে আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগামী ডিসেম্বরে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হবে। বছরে একবার এই বৃত্তি দেওয়া হয়। সেইসঙ্গে আসন্ন রমজানে সাংবাদিকদের জন্য একটি ইফতার উপহারের প্রস্তুতি চলছে, ছোট আকারে তালিকা পেলে আমরা ইফতার পৌঁছানোর চেষ্টা করব। এ ছাড়া সাংবাদিকদের অন্যান্য যেসব সুযোগ-সুবিধার ব্যবস্থা আছে, সেভাবে আবেদন করলে তারও ব্যবস্থা হবে, বলেও তিনি সাংবাদিকদের আশ্বস্ত করেন।

তবে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো. মুফিদুল আলমের ব্যবহৃত সরকারি নম্বরে যোগাযোগ করলেও তিনি কল রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ

February 2025
T F S S M T W
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031