সময় সংবাদ ডেস্ক :
অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসকে প্রথম ইনিংস উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।
অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসবে প্রথম পর্ব আখ্যায়িত করে তিনি বলেন, এ সময়ে যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে, ভন্ডুল করে দেয়ার চেষ্টা করেছে, তাদেরকে সবাই মিলে সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রথম অধ্যায় আমরা যেভাবে কাটালাম- এটা একটা মস্তবড় শক্তি। প্রথম অধ্যায় শেষ করলাম,- এটা যদি ঠিক থাকে। দ্বিতীয় অধ্যায় যদি ঠিক থাকতে পারি। তৃতীয় অধ্যায়ের জন্য আর আমার কোন চিন্তা নেই। আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। এ সময়ে যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে। আমাদের ভন্ডুল করে দেয়ার চেষ্টা করেছে। তাদেরকে সবাই মিলে সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি।
Leave a Reply