বরিশাল প্রতিনিধি:
বাসশ্রমিকদের ওপর থ্রি-হুইলার চালকদের হামলার প্রতিবাদ ও সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকাকে গ্রেপ্তারের দাবিতে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বাস-মিনিবাস মালিক সমিতি। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণাঞ্চলের ১৬টি রুটের বাস চলাচল।
শনিবার (৮ মার্চ) দুপুরে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
রূপাতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী দাবি করেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে বাস মালিক সমিতি চেকপোস্ট পরিচালনা করে। আজ সকালে সিএনজি-থ্রি-হুইলার ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার নেতৃত্বে চেকপোস্টে হামলা হয়। তারা বাসে উঠে শ্রমিক ও যাত্রীদের মারধর করেন।
আজ সন্ধ্যার মধ্যে মেহেদী হাসান খোকাকে গ্রেপ্তার করা না হলে দক্ষিণাঞ্চলে বাস চলাচল করবে না বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, আমাদের কর্মসূচিতে বিভাগের ১১টি বাস মালিক সমিতি ও ১১টি শ্রমিক ইউনিয়ন সংহতি জানিয়েছে। এতে ১৬টি রুটে বাস চলাচল বন্ধ আছে।
এ বিষয়ে সিএনজি-থ্রি-হুইলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান খোকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে সকালে খয়রাবাত সেতুর ঢালে বাস ও সিএনজি শ্রমিকদের মারামারি থমাতে গেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধর করেন শ্রমিকেরা। এর প্রতিবাদে দুই ঘণ্টা সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
Leave a Reply