নিজস্ব প্রতিবেদক : বরগুনা জেলার বামনায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় বামনা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির জন্য ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনার আওতায় বীজ ও সার বিনামূ্ল্যে বিতরণ করা হয়।
প্রণোদনা উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোসাঃ ফারজানা তাসমিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বামনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের অবস্থার উন্নতির জন্য ২০২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উফশী বীজ ব্যবহারের মাধ্যমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩ হজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছেন।
উক্ত প্রণোদনা কর্মসূচির আওতায়
উপজেলার চার ইউনিয়নের ৩ হাজার কৃষকের মধ্যে প্রতি কৃষক ১বিঘা জমির জন্য বীজ ও সার সহায়তা হিসাবে ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, উফশী আউশ ধান বীজ-০৫ কেজি করে পায়।
Leave a Reply