সময় সংবাদ ডেস্ক :পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।
ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)-এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন যে ভারতীয় যুদ্ধবিমানের সাথে সংঘর্ষের পর পাকিস্তান বিমান বাহিনীর সব যুদ্ধবিমান নিরাপদে রয়েছে।
দেশটির এক সামরিক মুখপাত্র রয়টার্সকে নিশ্চিত করেছেন যে ধ্বংসপ্রাপ্ত ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সু-৩০এমকেআই এবং একটি মিগ-২৯ ফালক্রাম।
পাকিস্তান সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার (লক) ধুনডিয়াল সেক্টরে একটি শত্রু ঘাঁটিও ধ্বংস করেছে। নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের মধ্যে তীব্র গোলাবর্ষণ চলছে।
বার্নালা সেক্টরে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। গোয়েন্দা অভিযানে থাকা ড্রোনটি পাকিস্তানি বাহিনী আটক করে ধ্বংস করে দেয়।
এছাড়া দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদফতরে হামলা চালিয়ে এটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনারা।
বাহাওয়ালপুরের আহমেদপুর পূর্বের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
Leave a Reply