বিনোদন ডেস্ক: মডেলিং বা ফটোসেশনে এখন প্রায়ই দেখা মেলে ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। নিজের সামাজিক মাধ্যমে তা ভক্ত-অনুরাগীদের কাছে ভাগ করে নেন নিয়মিতই। তাই প্রতিবারের মতো এবারও নিজেকে নতুন রূপেই মেলে ধরলেন নায়িকা।
সাধারণত ব্রাইডাল মেকওভারে প্রায়ই নিজেকে ধরা দেন অপু। আর এতে যেন নায়িকা হয়ে ওঠেন আরও অনন্য। বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অপু বিশ্বাস। যেখানে নায়িকার চমৎকার বধূবেশের সাজসজ্জা নাড়া দিয়েছে ভক্তদের মনে।
মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
অপু বিশ্বাসের নিত্য নতুন ফ্যাশন সেন্স বরাবরের মতোই নতুন রূপে উপস্থাপন করে নায়িকাকে। এর আগেও বহুবার ব্রাইডাল লুকে ধরা দিয়েছেন অপু। তবে এবারের ব্রাইডাল মেকওভারে অপুকে দেখা গেল ওয়েস্টার্ন লুকে, এক রাজকীয় আবহে। এদিন অপুর পরনে সাদা-সিলভার টোনের গাউন, বেশ খানিকটা মেকআপ ও অল্প কিছু অলংকার।
Leave a Reply