নিজস্ব প্রতিবেদক,সময় সংবাদ: ড. ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, কিছু কিছু গুরু দায়িত্ব আছে, আমি নির্বাচনের প্রশ্নেও বলেছি, দায়িত্ব পালনের প্রশ্নেও বলেছি-ওটা আপনারা উনার (প্রধান উপদেষ্টার) কাছ থেকেই শুনবেন।
আজ ২৩ মে শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুধু নির্বাচন পরিচালনার জন্যই আসেনি, বরং এর দায়িত্ব আরও বিস্তৃত ও প্রাসঙ্গিক। প্রত্যাশার একটা চাপ হচ্ছে যে আমরা পারফর্ম করতে পারছি কিনা। আমাদের বিবেচনায় ওটাই একমাত্র চাপ। এর বাইরে আর কোনো চাপ নেই।
রিজওয়ানা হাসান আরও বলেন, আমরা যদি আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের এই দায়িত্বে থাকা যথার্থ ও প্রাসঙ্গিক। আমরা অনেক প্রতিকূলতার মধ্যেও অনেকটা পথ অগ্রসর হয়েছি। বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাও তাদের দায়িত্বের মধ্যে পড়ে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারপ্রধান ইতোমধ্যে জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়সীমার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
Leave a Reply