নিউজ ডেস্ক, সময় সংবাদ : বাংলাদেশের জন্য ম্যাচটি নিয়মরক্ষার। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১৩ ধাপ পিছিয়ে থাকা তুর্কমেনিস্তানের বিপক্ষে আজ শনিবার (৫ জুলাই) ফেভারিট হয়েই নেমেছে বাংলার মেয়েরা। ঋতুপর্ণা-মনিকারা শুরু থেকে ফেভারিটের মতো খেলেছে। প্রথমার্ধে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়েছে তারা। ৭-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে পিটার বাটলারের শিষ্যরা।
সেটপিসে হওয়া আক্রমণ থেকে তৃতীয় মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন স্বপ্না রাণী। ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকানোর সাধ্য ছিল না তুর্কমেনিস্তান গোলরক্ষকের। ৬ মিনিটে শামসুন্নাহারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন শামসুন্নাহার।
১৫ থেকে ২০—এই সময়ে মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমারা গোল করে বাংলাদেশকে নিয়ে যান তুর্কমেনিস্তানের ধরাছোঁয়ার বাইরে। তুর্কমেনিস্তান তাদের গোলরক্ষককে সাব করলেও এরপর হকম করে আরও দুই গোল।
বিরতির পর বাংলাদেশ নামবে উৎসবে আরও গোল যোগ করতে।
Leave a Reply