নিউজ ডেস্ক, সময় সংবাদ : টেস্ট সিরিজ হার ১-০ ব্যবধানে। হেরেছে ওয়ানডে সিরিজও (২-১)। এবার শ্রীলঙ্কারর বিপক্ষে টি-টোয়েন্টি মিশনে বাংলাদেশ ক্রিকেট দল। শুরুটা হয়েছে টস হারে। আজ বৃহস্পতিবার (১০ জুলাই) পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য জিতেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। তিনি বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), নাঈম শেখ, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদি হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মহেশ থিকসানা, জেফরি ভ্যান্ডার্সি, বিনুরা ফার্নান্দো, নুয়ান প্রদীপ।
Leave a Reply