নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে তার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে পুলিশ বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান।
এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেসব দল ঝুঁকিতে, শুধু তাদেরকেই বাড়তি নিরাপত্তা দেওয়া হচ্ছে কাউকে বেশি সুবিধা দেওয়া হচ্ছে না।’
এ সময় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি কাঙ্ক্ষিত মাত্রায় যেমনটা উন্নতির কথা ছিল তা পুরোপুরি না হলেও যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
৫ আগস্টকে কেন্দ্র করেও কোনো নাশকতা বা নিরাপত্তাহীনতা নেই বলেও জানান তিনি। মাদকের বিরুদ্ধে আরও জোরদার অভিযান চালানো হবে জানিয়ে তিনি বলেন, ‘যারা মাদক বহন করে তাদের নয়, এবার বড় বড় গডফাদারদেরও ধরা হবে।’
Leave a Reply