নিজস্ব প্রতিবেদক : ওএমএস ডিলার নিয়োগ-২০২৫ এর লটারির ফলাফল বানচালের পাঁয়তারা করছে ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বাতিলকৃত ডিলাররা। এমন অভিযোগ করেছেন২০২৫ ওএমএস ডিলার জয়ী প্রার্থীরা।
আজ রবিবার সকাল ১০ টায় পশ্চিম জুরাইন আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন ওএমএস ডিলার লটারি জয়ী প্রার্থীরা।
২০২৫ ওএমএস ডিলার নিয়োগ লটারিতে জয়ী প্রার্থীরা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত বাতিলকৃত ডিলাররা যৌথভাবে ওএমএস ডিলার নিয়োগ বাতিল করার জন্য ষড়যন্ত্রে করছে। তারা বিভিন্নভাবে ভয় ভীতি ও হট্টগোল করার চেষ্টা করে লটারি ফলাফল কে বিতর্কিত করছে। তারা আসলে বর্তমান সরকারকে বিতর্কিত করার জন্যই এমন করছেন বলে মনে করছেন লটারি জয়ী প্রার্থীরা। তারা আরও বলেন, হট্টগোল যারা করছে তারা সবাই আওয়ামী লীগের দোসর।

ওএমএস ডিলার নজরুল ইসলাম
বিজয়ী প্রার্থীরা বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ার ইনস্টিউট হলরুমে দুজন ম্যাজিস্ট্রেটের সামনে ২০২৫ ওএমএস ডিলার নিয়োগ লটারির করা হয়। সেইসময় প্রায় ৩শ লটারি প্রার্থীরা ওই কার্যক্রমে উপস্থিত ছিলেন।
স্বচ্ছ প্রক্রিয়ায় লটারির ড্র অনুষ্ঠিত হয়। কিন্তু আওয়ামীলীগ দোসর ও লটারি বঞ্চিত কয়েকজন ও এম এস ডিলার বর্তমান সরকারের কর্মকান্ডকে বিতর্কিত করার জন্য এসব হট্টগোল করছে বলে অভিযোগ করেন বিজয়ী ওএমএস ডিলারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, মো: মালেক,সাইফুল ইসলাম, মোশারফ হোসেন প্রমুখ।
Leave a Reply