শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন

গণত্রাণের ৮ কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৯.৪৬ পিএম
  • ৭৪ বার সংবাদটি পড়া হয়েছে

সময় সংবাদ ডেস্ক :

গণত্রাণের ৮ কোটি টাকার চেক দুর্যোগ উপদেষ্টার কাছে দিলেন সমন্বয়করা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে গণত্রাণের কর্মসূচিতে জমা পড়া ৮ কোটি টাকার চেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক কাছে জমা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।
বুধবার (২ অক্টোবর) বিকেলে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে উপদেষ্টার কাছে এই চেক জমা দেন তারা। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের জন্য এই টাকা দেন সমন্বয়করা।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক লুৎফর রহমান জানান, টিএসসিতে আমাদের ত্রাণ কার্যক্রম চলেছিল ২২ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। মোট ১১ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৪২০ টাকা উঠেছে। আমাদের মোট ব্যয় হয়েছে এক কোটি ৭৮ লাখ ৩৩ হাজার ২০৭ টাকা।

তিনি জানান, এখন ব্যাংক অ্যাকাউন্টে ৯ কোটি ৯১ লাখ ৫১ হাজার ২১৩ টাকা রয়েছে। যার মধ্যে আজ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৮ কোটি টাকা হস্তান্তর করব। বাকি এক কোটি ৯১ লাখ টাকা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতির ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম জানান, বন্যা পরবর্তী পুনর্বাসনে এ অর্থ ব্যয় করা হবে।

সংবাদটি শেয়ার করুন

অন্যান্য সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

October 2024
T F S S M T W
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

All rights reserved © somoysangbad.net
Theme Download From CreativeNews