সময় সংবাদ ডেস্ক :
এক ঝাঁক কামিকাজে ড্রোন আঘাত হানার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে আগুন ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে। এসময় শহরটি জুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে ড্রোন হামলার ঘটনা ঘটে। এসময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও চালু করা হয়। চারটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসরায়েল।
এই ঘটনার পর উচ্চ মাত্রার সতর্কতা জারি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
এই হামলার পরই যুদ্ধ বিমান, হেলিকপ্টার মহড়াও বাড়িয়েছে ইসরায়েল। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থেকে বের না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
Leave a Reply